পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অবৈধ অস্ত্র নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল ০৯ জুলাই ২০২৫ খ্রিঃ, সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় এবং পরবর্তীতে দিবাগত রাত ০৩:০০ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি ও পাবনা সদর থানাধীন গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি:
🔹 নাম: মোঃ আবু বক্কার (৬৪)
🔹 পিতা: মোঃ আয়েজ উদ্দিন প্রাং
🔹 সাং: গোপালপুর
🔹 ইউপি: মালিগাছা
🔹 থানা: পাবনা সদর
🔹 জেলা: পাবনা
তার হেফাজত থেকে জব্দকৃত আলামতসমূহঃ
১। একটি নীল রঙের পলিব্যাগে থাকা ০৫টি ছোট কাগজের বক্স, প্রতিটিতে ১০টি করে ১২-বোর তাজা কার্তুজ, মোট ৫০টি।
প্রতিটি কার্তুজের গায়ে FIOCCHI, JK6 38 feltro, 70mm লেখা রয়েছে।
পারকিউশন ক্যাপে লেখা: 12 FIOCCHI 12 ITALY
একটি Samsung Galaxy A15 5G মোবাইল ফোন (IMEI: 351766310280905/357475530280901), সংযুক্ত সিম নম্বর: 01792183121
২। একটি টিস্যু কাপড়ের ব্যাগে রাখা আরও ০৬টি ১২-বোর কার্তুজ, যার মধ্যে:
০৩টি টিয়া রঙের,০২টি খয়েরী রঙের, ০১টি সাদা রঙের প্লাস্টিক বডি বিশিষ্ট কার্তুজ
প্রতিটির পারকিউশন ক্যাপে ফায়ারিং পিনের আঘাতের চিহ্ন রয়েছে
একটি লোহার তৈরি সচল ওয়ান-শুটার গান, যার ব্যারেলের দৈর্ঘ্য ৮.৭ ইঞ্চি এবং বাটসহ মোট দৈর্ঘ্য ১৩ ইঞ্চি। এতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা একটি মাদকমুক্ত, নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।