পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে আমায়রা রশিদের জন্মদিন পালন

ভাঙ্গুড়ায় ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে আমায়রা রশিদের জন্মদিন পাল
মোঃ আব্দুল আজিজ
পাবনার ভাঙ্গুড়ায় ঢাকার বিশিষ্ট এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ী মাহবুবুর রশিদ রোমেলের মেয়ে “আমায়রা রশিদ” এর ২য় জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। গতকাল (৫ জুলাই) শনিবার রাত ৯টায় ভাঙ্গুড়া বাজার পুরাতন খেয়াঘাট মা হার্ডওয়ারের দ্বিতীয় তলায় বড়াল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে প্রথমে দোয়া ও মোনাজাত করা হয়,পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়। আমায়রা রশিদ দুই বছর আগে এই দিনে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রশিদ রোমেল ও মাতা লুবনা নাজনীনের কোল আলো করে জন্ম গ্রহণ করেন।জন্মদিন অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। কেক কাটার পর সবাই মিলে গান গেয়ে, শুভেচ্ছা বিনিময় করে জন্মদিন পালন করেন।
এই আয়োজনে, কেক কাটা এবং জন্মদিনের গান ছাড়াও, বড়াল ফ্রেন্ডস ক্লাবের সবাই মিলে কেক ও মিষ্টি মুখ করেছেন এবং ছবি তুলেছেন। আমায়রা রশিদের বাবা, মাহবুবুর রশিদ রোমেল ভাঙ্গুড়া বাজারের আলহাজ্ব শাহজাহান আলী খন্দকার ও আলহাজ্ব সেলিনা বানুর ছেলে , তিনি এই দিন উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে, আমায়রা রশিদের জন্মদিন উপলক্ষে আয়োজনটি ছিল একটি আন্তরিক এবং আনন্দময় মিলনমেলা।