Breaking News :

ভাঙ্গুড়ায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতা মিলে সাংবাদিককে হেনস্থা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় সংবাদ প্রকাশের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকার ও ছাত্রলীগ নেতা বায়েজিদ হোসেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুককে হেনস্তা করেছে। বুধবার (২৫জুন) দুপুর তিনটার দিকে পৌরসহরের শরৎ নগর বাজার এলাকার স্টেশন বাজারের আখের টি স্টলে এই ঘটনা ঘটে। মিলন ভাঙ্গুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং বায়েজিদ দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন এমপির আত্মীয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বায়েজিদ চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন ও ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, এক বছর আগে দৈনিক খোলা কাগজের স্থানীয় প্রতিনিধি মানিক হোসেনকে এই বায়েজিদ হত্যার উদ্দেশ্যে হামলা করে। এতে মানিকের বাম পায়ের হাড় ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মামলা দায়ের করে মানিক হোসেন। তবে বায়েজিদ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের প্রভাবে ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এ অবস্থায় আদালত বায়েজিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন। এ নিয়ে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক একটি নিউজ করে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। এর কযেকদিন পর বায়েজিদ জামিনে মুক্ত হন।

জামিনে মুক্ত হয়ে এসে বায়েজিদ সংবাদ প্রকাশের জেরে বুধবার দুপুরে তার তথাকথিত আত্মীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন সরকারকে নিয়ে আখের টি স্টলে মনিরুজ্জামান ফারুককে নিয়ে নানা ইঙ্গিত করতে থাকে। এ সময় মনিরুজ্জামান ফারুক ওই দুইজনের ভিডিও করেন। এতে মিলন ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান ফারুককে ভিডিও ডিলিট করতে নানাভাবে হেনস্থা করেন।

এ সময় মিলন উচ্চপদস্থ সেনাবাহিনীর অফিসার ও সচিবের আত্মীয় বলে লোকজনের সামনে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com