ভাঙ্গুড়(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় সিল্কসিটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত(৬০) এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ভাঙ্গুড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের মাটিয়া পুলের পূর্ব পাশ দঃ সারুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধরণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ।
স্থানীয়রা জানান , বেশ কিছুদিন ধরে ওই মহিলা ভাঙ্গুড়া বাজারসহ রড়াল ব্রীজ ও ভাঙ্গুড়া স্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। ঘটনার দিনে সকাল সোয়া ৯টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেল লাইনের সারুটিয়া মাট্যা পুল এলাকায় ঘোরাঘুরি করতে ছিলেন। এ সময় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলে আসলেও তিনি লাইন থেকে সড়ে যান নি। ফলে মুহুর্তেই তিনি ট্রেনে কেটে মৃত্যু বরণ করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod