Breaking News :

র‌্যাবের অভিযানে ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সদরের মেন্দা কুটি পাড়া এলাকায় ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা। গতকাল শুক্রবার (৩০ মে) রাত সাড়ে সাড়েটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল ভাঙ্গুড়া পৌর সদরের মেন্দা কুটি পাড়া মৃত বাচ্চুর ছেলে নয়নের বাড়ি থেকে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদক কারবারিরা অভিনব কায়দায় চানাচুর ও চিড়াভাজা ড্রামের মধ্যে করে বিভিন্ন স্থানে এই মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। ছাড়াও তাদের কাছে ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ২ হাজার সাত শত নব্বই টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার সদরের উত্তর সাপটানা গ্রামের রফিকুল ইসলাম ছেলে রায়হান ইসলাম (২২), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আগদিঘল উত্তর পাড়ার মোঃ হামিদ সরকারের ছেলে মোঃ হৃদয় সরকার (২৫)।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করো আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া একটি মামলা দায়ের করা হয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com