Breaking News :

  ভাঙ্গুড়া উপজেলা পরিষদের গেট নির্মাণ কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪৫ বছর পর গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৪ মে) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এই কাজের শুভ উদ্বোধন করেন। বিগত দীর্ঘ সময়ে অনেক উপজেলা নির্বাহী অফিসাররা দায়িত্ব পালন করেছেন,অনেক রাজনৈতিক নেতারাও বিভিন্ন পদে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করলেও দীর্ঘ প্রতীক্ষার এই শুভ কাজটি উদ্বোধন করলেন বর্তমান নির্বাহী অফিসার। ইতোমধ্যেই তিনি বিভিন্ন সরকারি কাজ সুষ্ঠুভাবে পালনের জন্য বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন।

সূত্র জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ভাঙ্গুড়া উপজেলা পরিষদের প্রধান গেট নির্মাণের জন্য বরাদ্দ ২৫,৯০,০০০/- দেওয়া হয়। যার চুক্তিমুল্য ২৪,৬০৫০০/- এবং নির্মাণকালী প্রতিষ্ঠান মেসার্স কাজী ট্রেডার্স । ভাঙ্গুড়া চলনবিল বিধৌত একটি বেশ পুরাতন জনপদ। এর বুক চিরে খুলনা-ঢাকা, রাজশাহী-ঢাকা, পঞ্চগড় -ঢাকা, চিলাহাটি টু ঢাকা, রংপুর ঢাকা রেল যোগাযোগ ব্রিটিশদের দ্বারা তৈরী হওয়ায় তৎকালীন সময়ে ভাঙ্গুড়ার সাথে কলিকাতার যোগাযোগ ছিল। “ভাঙ্গুড়া” নামটি নিয়ে কিংবদন্তি প্রচলিত আছে। চাটমোহর ও ফরিদপুর থানার কিছু অংশ নিয়ে ১৯৮১ সালে ভাঙ্গুড়া উপজেলা গঠিত হয়। এর আগে ভাঙ্গুড়া ফরিদপুর থানার একটি ইউনিয়ন ছিল। ভাঙ্গুড়া আপগ্রেড থানা হয় ১৯৮২ সালে। ভাঙ্গুড়া মৌজার নামানুসারে ভাঙ্গুড়া উপজেলার নামকরণ করা হয়েছে।

জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার উত্তরে- তাড়াশ, দক্ষিণে-ফরিদপুর, পশ্চিমে- চাটমোহর ও পূর্বে- উল্লাপাড়া উপজেলা অবস্থিত। ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ,দিলপাশার ও অষ্টমনিষা ইউনিয়নটি চলনবিলের মধ্যে অবস্থিত। ঐ এলাকার পুকুর খননের সময় কয়েক বছর আগে বিভিন্ন ধরনের পৌরানিক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। যা জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ফলে এই ভূমি উন্নত সভ্যতার সংস্পর্শে থাকা স্বাভাবিক। উত্তরাঞ্চলের পুন্ড্রনগর সভ্যতার সাথে তার যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হয়। বর্তমানে ভাঙ্গুড়া সড়ক,রেল এবং নদীপথে ঢাকা-খুলনা-রাজশাহী-নাটোর-দিনাপজুর-রংপুর-বগুড়ার সাথে যুক্ত। এ কারণে বাংলাদেশের সমগ্র অঞ্চলের সাথে ভাঙ্গুড়ার উন্নত যোগাযোগ থাকায় এ উপজেলায় উন্নয়নের অমিত সম্ভাবনা লুকিয়ে আছে। পরিকল্পিত নগরায়ন ভাঙ্গুড়া শহরকে এ অঞ্চলের একটি উন্নত মানব বসতি কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারে।

 

এমন একটি পুরাতন ঐতিহ্যবাহী জন পদের উপজেলা পরিষদের গেট দেরীতে হলেও নির্মাণ কাজের শুভ উদ্বোধন হওয়াতে এলাকাবাসী গর্ববোধ করছেন।

 

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com