জানা যায়, উপজেলা প্রকৌশল অফিসের অধীনে ছয় কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সাড়ে পাঁচ কিলোমিটারের কাজটি পায় পাবনার বরেন্দ্র লিমিটেড।

জানা যায়, উপজেলা প্রকৌশল অফিসের অধীনে ছয় কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সাড়ে পাঁচ কিলোমিটারের কাজটি পায় পাবনার বরেন্দ্র লিমিটেড।
খানমরিচ ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গত সপ্তাহে আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার সময় সড়কে রাখা খোয়ার কারণে তীব্র ঝাঁকুনিতে সে আরো অসুস্থ হয়ে পড়ে।’
খানমরিচ ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান বলেন, ‘ঠিকাদার ও এলজিডি অফিসকে কাজটি শেষ করার জন্য বলেছি।
উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক বলেন, ‘ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে চিঠি ইস্যু করেছি। এর পরও ঠিকাদার কাজ না করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ এ পর্যন্ত সড়কের ৪০ শতাংশ কাজ হয়েছে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod