প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৬:৫০ পি.এম
ভাঙ্গুড়ায় ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৩২ হাজার জরিমানা

আব্দুর রহিম:পাবনার ভাঙ্গুড়ারায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ঔষধ ,পচা বাসি খাবার সংরক্ষণ উৎপাদন এবং এক ডেন্টাল প্রতিষ্ঠান সহ ২ বাজারে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা। বুধবার(২৩ এপ্রিল) ভোক্তা অধিকার পাবনার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি এবং কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এর নেতৃত্বে এই অভিযঙান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার শরৎনগর বাজার ভাঙ্গুড়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। শরৎ নগর বাজারের সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারে নাবিল ফার্মেসীকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট এন্ড বেকারীকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট ২ বাজারে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেেেছন। অভিযানে সহায়তা করেন ভাঙ্গুড়া থানার এস আই হাফিজ সহ সঙ্গীয় ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের চৌকস একটি টিম ।
ভোক্তা অধিকার পাবনার সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি বলেন, এই ধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod