প্রকিদিনের ডেক্স:পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা এলাকায় দাদীর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আইয়ুব আলীর চার বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার মেন্দাএলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে শিশু দাদীর সাথে গোসল করতে গিয়ে সবার আড়ালে হয়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে দাদির সাথে গোসল করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod