
ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে ময়মনসিংহের সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরীর টাউনহল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারো ছাত্র-জনতা।
এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে নানা প্ল্যাকার্ড হাতে স্লোগানে মুখরিত হয়ে উঠে নগরী। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ময়মনসিংহ নাগরিক সমাজের সদস্য সচিব শামসুদ্দোহা মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার আহ্বায়ক ওয়ালিউল্লাহ, সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস, অধ্যক্ষ সৈয়দ তৌফিকুর রহমান প্রমুখ।
এছাড়াও গাজায় বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এদিকে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করীম, মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ালিউল্লাহ মুজাহিদ।
একই সময়ে গাজায় ইসরাইলি নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘৃণা-সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটি।
এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার।
এ সময় তারা ইসরাইলি নারকীয় হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করার আহ্বান জানান। বক্তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বর্ববর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ অংশ হিসেবে সুনামগঞ্জসহ জেলার ১২ উপজেলায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে ইসরাইলের হানাদাররা লাগাতার ফিলিস্তিনিদের উপর হামলা করে আসছে, যা মানবতাকে কলঙ্কিত করেছে। পুরো বিশ্বের মানব বুদ্ধি আজ বিবেকহীন। বিশ্ব আজ নীরব ভূমিকা পালন করছে, আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমরা আমাদের সামর্থ্যের ভেতর থেকে যেগুলো করার সুযোগ আছে আমরা সেগুলো করছি, আমরা ইসরাইলি পণ্য বয়কট করছি। আমরা চাই ফিলিস্তিনির উপর দীর্ঘ দিনের যে আগ্রাসন তা দ্রুতই বন্ধ করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরে আসুক।
বক্তারা আরো বলেন, ইসরাইলের মতো বর্বর রাষ্ট্র এবং তার মদদদাতা আমেরিকার অত্যাচার থেকে ফিলিস্তিনিরা মুক্তি পাক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাড়ি-ঘর, হাসপাতাল সব জায়গাতেই প্রতি মুহূর্তে বাড়ছে লাশের সারি। ইসরাইলের ন্যক্কারজনক হামলায় ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে হৃদয় পুড়ছে বিশ্ববাসীর। ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য প্রাণ কাঁদছে বাংলাদেশের।
এদিকে জেলার, জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুরসহ ১২ উপজেলায় ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় দলবল নির্বিশেষে সকল স্তরের হাজার-হাজার নারী-পুরুষের উপস্থিতিতে সোমবার দুপুরে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং মজলুম ফিলিস্তিনদের সমর্থনে এই বিক্ষোভ মিছিলটি বের হয় ‘বাংলাদেশ’ ব্যানারে।
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের ইসলামীয়া কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। শহরের ব্যস্ততম এনএস রোড হয়ে মজমপুর গেট হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ রোডের চৌড়হাস মোড়ে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
সেখানে সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন জেলা আলেম, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রায় চার কিলোমিটার মাইল দূরত্বের বিক্ষোভ মিছিলে শতশত নারীরাও অংশগ্রহণ করেন। নানা রঙের পতাকা ও ফেষ্টুন নিয়ে ফিলিস্তনিদের সমর্থনে স্লোগান দিতে থাকে।
এছাড়াও সারা দেশে তৌহিদী জনতা ইসরাইলের হত্যযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod