সফিক ইসলাম: পাবনা সাঁথিয়ায় পার কোরোমজা গ্রামে কিশোর গ্যাংয়ের আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টি করে আসছিলো একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা।
৬ এপ্রিল রবি বার বিকাল ৫টার দিকে সাঁথিয়ায় পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিএ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশিও অস্ত্র সহ মোঃ লাম (বয়স ১৫) ১ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টহল দল। গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতি সহ নানা ধরনের দেশীয় অস্ত্র।
আটককৃত মোঃ লাম(১৬) সাঁথিয়ায় মধ্যে পার কোরোমজা গ্রামের আব্দুল্লার ছেলে।
৬ এপ্রিল রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান বিষয়টি নিশ্চিত করে।

বিএ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান বলেন , ৬ এপ্রিল রবি বার বিকাল ৫টার দিকে সাঁথিয়ায় পার কোরোমজা গ্রামের স্থানীয়দের অভিযোগ এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকায় অরাজকা ও উত্তেজনা সৃষ্টি করছিলো। এর ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সেনাবাহিনীর বিএ-১০১১২ ক্যাপ্টেন আল-আমিন খান বলেন।
বর্তমানে এলাকা স্থিতিশীল
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod