খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ভাঙ্গুড়ায় মিথ্যা মামলা করে আটক হলেন বাদী

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করায় মোঃ আনিছুর মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ। ভাঙ্গুড়া থানা পুলিশ রবিবার(৬ এপ্রিল) ভোর বেলায় উপজেলার আষ্টমনিষা ইউনিয়নের জোকা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটককৃত আনিছুর রহমান মোল্লা অষ্টমনিষা ইউনিয়নের জোকা গ্রামের মৃত বয়েন মোল্লার ছেলে। পরে আদালতের মাধ্যমে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শাহ আলম ও শান্তা খাতুনের পারিবারিকভাবে বিবাহ হয়েছিল বেশ কিছুদিন আগে। বিবাহের কিছুদিন পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এমন সময় শান্তা খাতুনের ভাই মোঃ আনিছুর মোল্লার পরামর্শে গত ২৮/০৩/২০২৪ খ্রিঃ শান্তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে শান্তা খাতুন দিয়ে আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। শান্তা খাতুনের উক্ত মামলাটি বিচার প্রক্রিয়া শেষে গত ২০/১১/২০২৪ খ্রিঃ আদালত ওই মামলার বাদী শাহ আলমকে খালাস প্রদান করেন। খালাস পেয়ে পূর্বের স্বামী শাহ আলম বাদী হয়ে শান্তা ও তার ভাই আনিছুর মোল্লাকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি থানায় রুজুর পর পরই আসামীকে ০৬ রোববার ভোর সাড়ে ৬টার দিকে আসামীর বসত বাড়ী হতে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এদিকে পুলিশের দাবী, আটককৃত আসামী আনিছুর রহমান অত্র মামলার ঘটনা সংক্রান্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পূর্বের মিথ্যা মামলার ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকার করেছেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এক সময় সে মিথ্যা মামলা না করলে আজ তাকে আটক হতে হতো না। আইনগত প্রক্রিয়া আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।