Breaking News :

ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ভাঙ্গুড়ার রুহুল আমিনের পরিবারে

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
ঈদ মানে খুশি, ঈদ মানে হাসি । কিন্তু ঈদের দিনে হাসি -খুশির পরিবর্তে বিষাদে পরিণত হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল আমিনের পরিবারে। ঈদের দিন মাংস কিনে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে চাটমোহর-পাবনা সড়কের কড়ইতলা নামক স্থানে এ দুর্ঘটনায় প্রাণ হারান রুহুল আমিন । নিহত রুহুল আমিন ভাঙ্গুড়া উপজেলার চর ভাঙ্গুড়া গ্রামের ভাদু মোল্লার ছেলে। ফলে রুহুল আমিনের পরিবারের চলছে শোকের মাতম।

জানা গেছে, রুহুল আমিন ঈদের দিন সকালে মাংস কেনার উদ্দেশ্যে পাবনা জেলার টেবুনিয়া এলাকায় যান। সেখান থেকে মাংস কিনে ভাঙ্গুড়ায় ফিরে আসার পথে চাটমোহর উপজেলার কড়ইতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হযন তিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে চাটমোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঈদের দিন এ খবরে রুহুল আমিনের পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান, রুহুল আমিন পাবনা সদর উপজেলার টেবুনিয়া থেকে মাংস কিনে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কড়ইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা গুরুতর আহত রুহুল আমিনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com