বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় ভিমরুলের কামড়ে খোকন আলী (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খোকন পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বিএলবাড়ি মহাজিরপাড়া গ্রামের আব্দুল কাদের (বাঘ)'র ছেলে।
আহতরা হলেন ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের আলমের ছেলে আকাশ (১৭) ও আবু বক্করের ছেলে সৈকত (১৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই। তারা ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সৈকত বলেন, কাজ শেষে বাড়িতে ফেরার পথে ভিমরুল আক্রমণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আল-আমিন নিশ্চিত ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত নন। তবে খোঁজ নিবেন বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod