প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ২:০৫ পি.এম
পাবনার সাঁথিয়ায় ছেলের হাতে পিতা খুন

শফিউল আযম, বেড়া:পাবনার সাঁথিয়ায় ছেলে কুড়াল দিয়ে কুপিয়ে পিতাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার পাইকরহাটি গ্রামের তায়জল শেখের ছেলে আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে পিতা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে পিতাকে কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়।
এব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod