প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:২৬ পি.এম
পাবনায় র্যাবের অভিযানে ২৪ টি ককটেল ও দুটি স্মক বোম উদ্ধার

শফিউল আযম, বেড়া
পাবনার জালালপুরে একটি বাসা বাড়ি থেকে ২৪ টি তাজা ককটেল ও দুটি স্মক বোম উদ্ধার করেছে পাবনা র্যাব ১২। বুধবার বিকাল পাঁচ টা থেকে রাত একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন তারা।
ঘটনাস্থল থেকে র্যাব সদস্যদের সাথে কথা বলে জানা যায় পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর এলাকার সালাম মেম্বার এর বাড়িতে পাবনা র্যাব১২" র কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান সহ অন্যান্য র্যাবের অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার স্কাউডন লিডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাছিমপুর গ্রামে আব্দুস সালাম মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল ও দুটি স্মক বোম উদ্ধার করেছেন।
পৃথক দুটি বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরো জানান, বুধবার বিকাল ৫ টা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত এ অভিযান চলে। ঘটনাস্থলে রাজশাহী থেকে বোম ডিসপোজালের একটি ইউনিট আশার পরে চারটি লাল বালতি থেকে ২৪টি বোম ও দুটি স্মক বোম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ের বাড়ির মালিকের নামে একটি মামলা হচ্ছে।
স্থানীয় আরিফুল ইসলাম নামের এক যুবক জানান, বাড়ির মালিক আব্দুস সালাম গত ৫ ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আব্দুস সালাম মেম্বার পলাতক রয়েছেন।
এ অভিযান চলাকালীন সময়ে পাবনা র্যাবের অভিযানিক দল ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod