প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৯:৩৫ এ.এম
বেড়া প্রেসক্লাবের আহবায়ককে প্রাণ নাশের হুমকী

বেড়া (পাবনা) সংবাদদাতা।
বেড়া প্রেসক্লাবের আহবায়ক দৈনিক নয়া দিগন্তের বেড়া সংবাদাতা মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকী দেয়া হয়েছে।
গত ৯ মার্চ রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ নম্বর মোবাইল ফোন থেকে এই হুমকী দেয়া হয়।
এ ঘটনায় সোমবার দুপুরে শফিউল আযম বেড়া থানায় একটি জিডি করেছে। বেড়া জিডি নং-৪৩৮। তারিখ- ১০-০৩-২০২৫ইং।
ট্রু-কলারে মোবাইল নম্বর যাচাই করে দেখা যায় নম্বরটি মিজান নামের এক ব্যক্তির। বেড়া সিএন্ডবি চতুর বাজার কেন্দ্রীক একটি চক্র ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
বেড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে হুমকীদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod