Breaking News :

ভাঙ্গুড়ায় অবৈধ তিন ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ তিনটি ইটভাটাকে পৃথক পৃথক অভিযানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(৫ ফ্রেব্রুয়ারি) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টার প্রাইজ লিঃ,অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বি ই এল ও শাহনুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ কে বৈধ কাগজপত্র না থাকায় ইভাটার বিরুদ্ধে ইউএনও এবং এসিল্যান্ড কর্তৃক যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এই আদেশ দেন।

জানা গেছে,দীর্ঘদিন ধরে বৈধ কাগজ পত্র না নিয়ে অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ইটভাটা চালাছিলেন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টার প্রাইজ লিঃ,অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বি ই এল ও শাহানুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ নামের তিনটি ইট ভাটা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও সহকারি কমিশনার (ভুমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজির যৌথ অভিযানে গজারমারা এলাকার রয়েল ইন্টার প্রাইজ লিঃ ও শাহানুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ এ বৈধ কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জমিমানা আদেশ দেন। পাশাপাশি সরকারি অনুমোদন না নেওয়া পর্যন্ত এই দুই ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষনা করেন। অপর দিকে অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বি ই এল ইটভাটায় ৫০ভাগ হলো ব্রিকস ও মাটির বৈধতা না থাকায় বি ই এল ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

অভিযান পরিচালনার সময় গোয়েন্দা সংস্থা এসএসআই এর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন, ভাঙ্গুড়া থানা পুলিশে এসআই আলামিন ও সঙ্গীয় ফোর্সসহ যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার বলেন, অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ৩টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ সংশোধিত ২০১৯/ ৫ এর ৪ধারা লংঘনের অভিযোগে ১৪ ধারা মোতাবেক মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা (রয়েল ১লাখ,বি ই এল ৫০ হাজার, একতা ১লাখ) জরিমানার আদেশ দেওয়া হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদ প্রাপ্তি না পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com