পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ভাঙ্গুড়া প্রেসক্লাবে খুদে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে একটি খুদে (ছোট আকৃতির) পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২১ ফেব্রুয়ারি’২০২৫) রাতে অনুষ্ঠানিক ভাবে এই পাঠাগারটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা.নাজমুন নাহার। এ সময় সম্মানিত অতিথি হিসাবে ইউএনও’র স্বামী জনাব আতিকুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও পৌরসভার প্রশাসক তাসমীয়া আক্তার রোজী,সহকারী কমিশনারের স্বামী জনাব আশরাফুল করিম,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,অফিসার ইনচার্জ(তদন্ত)আব্দুল করিম,সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের সাংবাদিক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মজিবুর রহমান।
অনুষ্ঠানে দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ও সি.সহসভাপতি মো.বদরুল আলম, দৈনিক আলোকিত প্রতিদিনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও দি ডেইলি ক্যাম্পাস ভাঙ্গুড়া প্রতিনিধি আব্দুর রহিম,যুগ্ম সম্পাদক দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাসুদ রানা, আমার সংবাদের পাবনা জেলা প্রতিনিধি মো. শফিক ইসলাম, দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, দৈনিক জবাবদিহির সাংবাদিক মিনু রহমান, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ নাহিদ হাসান,দৈনিক বড়ালের প্রতিনিধি হাসিনুর রহমান,সাংবাদিক হাফিজুর রহমান আনছারী ,বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মামুনুর রশিদ প্রভৃতি সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোছাঃ নাজমুন নাহার তার বক্তব্যে বলেন, “লাইব্রেরি মানুষের মধ্যে সংহতি গড়ে তোলে, ক্লান্ত মনকে প্রশান্তি দেয় এবং জ্ঞানতৃষ্ণা নিবারণ করে। এটি দেশ গঠনে ও নীতি নৈতিকতা প্রসারে লাইব্রেরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা.তাসমিয়া আক্তার রোজি বলেন, লাইব্রের জ্ঞানের ভান্ডার। আর প্রেসক্লাব চত্বরে লাইব্রেরী মানে, সাংবাদিকদের আরো দক্ষ, ভাষা শৈলির মাধুর্য , তথ্য উপস্থাপনের সহায়ক ভূমিকা পালন করবে। ভাঙ্গুড়ার মানুষ অত্যন্ত সভ্য, নম্র ও মার্জিত। সর্বোপরি ভাঙ্গুড়া প্রেসক্লাবের লাইব্রেরী, সকল সাংবাদিকদের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়ন ও কর্মরত সাংবাদিকদের সাহিত্য ও শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মাহবুব উল আলম ভাঙ্গুড়া প্রেসক্লাবের সৌন্দর্য ফেরাতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ও পৌর প্রশাসক তাসমীয়া আক্তার রোজী কর্তৃক প্রদেয় এক লক্ষ টাকা অনুদানের জন্য কৃতজ্ঞতা জানান।