পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
বেড়ায় তারুন্যের উৎসব-২০২৫ পালন

মোঃ শফিউল আযম, বেড়াএসো দেশ বদলাই ‘ পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে তারুন্যের উৎসব-২০২৫ পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যেছিল আলোচনা সভা, লোক ও কারুশিল্প মেলা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেড়া উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য- দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কদ্দুস। মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ উজ জামান,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মানোয়ার হোসেন, আর.ডি.ও মোঃ আব্দুল ওহাব, ভেটেনারী সার্জন মোঃ আসাদুজ্জামান প্রমূখ।
পরে চিত্রাঙ্কন, বিতক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।