প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৪:২৬ পি.এম
ভাঙ্গুড়ায় ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে রাজসাহেব বিজয়ী

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় ফ্রিজ টিভি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে রাজ সাহেব একাদশ বিজয়ী হয়েছেন। নৌবাড়ীয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত শুক্রবার (৭ জানুয়ারি) বিকাল তিনটার দিকে পৌর সদরের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের খেলার মাঠে এই সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। এতে টসে দিতে প্রথমে ব্যাট করে রাজ সাহেব ক্রিকেট একাদশ। ২১০ রানের টার্গেটে কলকতি বাংলা একাডেমি ক্রিকেট একাদশ ৬৫ রানে পরাজিত হয়।
জানা গেছে, ক্রীড়া প্রেমী ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ মোল্লা’র সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় নৌবাড়ীয়া যুব সমাজের পক্ষে খেলাটির আয়োজন করেন। একই মাঠে গত ২২ ডিসেম্বর ২০২৪ সালের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। খেলার ১৬ টি দল অংশগ্রহণ করে। দলগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা সাহেবপাড়া রাজ ক্রিকেট একাদশ এর সাথে কলকতি বাংলায় একাডেমি ক্রিকেট।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল আজিজ, ভাঙ্গুড়া পৌর বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোঃ মকবুল মোল্লা, আতিকুর রহমান, সোহাগ নাঈম সহ প্রমুখ ।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে সাহেবপাড়া রাজ ক্রিকেট একাদশ। ১৫ ওভারের সবগুলো উইকেট কে হারিয়ে ২০৯ রান সংগ্রহ করে। জবাবে কলকতি বাংলা একাডেমি ক্রিকেট একাদশ সবগুলো উইকেট হারিয়ে ১৪৫ রান করে। ফলে ৬৫ রানে তারা পরাজিত হয় । খেলা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নূর মুজাহিদ স্বপন ও রানার্স আপ অপর দলকে ৩২ ইঞ্চি একটি স্মার্ট মনিটর তুলে দেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রাসেল আহমেদ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod