ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌর সভায় মাদক (ট্যাপেন্টডল ট্যাবলেট) বিক্রয় করার সময় ৭ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী অঞ্চলের পাবনা এর উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ একটি চৌকষ দল। একজনকে ভাঙ্গুড়া থানায় নিয়মিত মামলা দিয়েছেন। বাকী ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড আরোপ করেছেন।
আটককৃতরা হলেন, মোঃ সানোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রহুল আমিন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ রহুল আমিন মোঃ শাহিন ইসলাম। মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারী) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া পৌর সভার আরাজি সরদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩৪০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট ও ১৩৬ গ্রাম ব্লিস্টার স্ট্রিপ জব্দ করে।
আটককৃতদের ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজি এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলেন একজনকে ৬ মাস, ৪ জনকে ১ মাস ও অপরজনকে ১৫দিনের কারাদণ্ড এবং প্রত্যেক জনকে ৫০ টাকা করে জরিমানা আদশে দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, আরাজি সরদারপাড়ার মৃত তমিজ উদ্দিন এর ছেলে মোঃ সানোয়ার হোসেন (৪১) চৌবাড়িয়া উত্তর পাড়ার আবুল কাশেম এর ছেলে মোঃ জাকির হোসেন (৪০), কলকতি শান্তিনগর গ্রামের মোঃ রব্বান প্রামানিক ছেলে মোঃ রহুল আমিন (২২), উত্তর মেন্দা গ্রামের মোঃ আনোয়ার হোসেন ছেলে মোঃ রহুল আমিন (২৬), উত্তর মেন্দার মৃত রহমত উল্লা এর ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৬), চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার আবেদ মোল্লার ছেলে মোঃ হাসান আলী (৪২),কলকতি শান্তিনগর মোঃ খলিলুর রহমান এর ছেলে মোঃ শাহিন ইসলাম (৩৫) ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজি বলেনম মাদক বিরোধী এই ধরণের অভিযান আগামীতেও চলমান থাকবে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান,এ ধরনের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod