Breaking News :

‘হত্যা,গুম,গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে’-মাসুদ খন্দকার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নের চন্ডিপুর মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি-র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার কথা গুলি বলেন।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপি-র আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগদান করেন। সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন সভাটি পরিচালনা করেন।

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুর মোজাহিদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ আজীজ ও নুরুল ইসলাম বরাত। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলতাফ হোসেন, আবু হেনা মোস্তফা কামাল রেজা ।

সভায় আরো বক্তব্য দেন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, কাশেম আলী,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হাসেম মোল্লা,রফিকুল,মানিক ,ফরিদ,ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কুরবান আলী,মিজান, সাদ্দামসহ প্রমুখ।

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি-র অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com