Breaking News :

বিষ্ফোরক মামলায় আ‘লীগ নেত্রীকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
বিষ্ফোরক মামলায় আ‘লীগ নেত্রী আজিদা পারভীন পাখিকে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পাবনা জেলা চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কামাল হোসেন । গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ আদেশ দেন । আজিদা পারভীন পাখি পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।

মামলা সূত্রে গেছে, আজিদা পারভিন পাখিকে গত ২৪ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের তার নিজ বাসভবন থেকে আটক করে থানা পুলিশ ও ডিবি পুলিশের ১৫ জনের একটি দল। পরে তাকে চাটমোহর থানার হান্ডিয়ালে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতে পাঠানো হয়।

২০২৪ সালের ৮ অক্টোবর চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় পুলিশ পাখিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে হেনস্তা করতে এ মামলা করা হয়েছে। এ মামলার কোনো সত্যতা নেই। এ মামলার এজাহারভুক্ত মাত্র একজন আসামিকে পুলিশ আটক করতে পেরেছে। আটকের পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখাচ্ছে পুলিশ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com