পাবনা প্রতিনিধিঃ
পাবনার সুজনগরে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা আটক এক আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সুজানগরের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার মর্তুজা আলী খান ছিনিয়ে নেওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতা আব্দুল ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের কাছ থেকে ওই নেতাকে গাড়িতে ওঠায় পুলিশ। এ সময় গাড়িটি ঘিরে ধরেন বেশ কয়েকজন নেতাকর্মী। তারা পুলিশকে আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলেন কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এতে ধস্তাধস্তিতে টিমে অংশ নেওয়া ৮ পুলিশ সদস্য আহত হন।
এ বিষয়ে অভিযুক্ত সুজানগর উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod