খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
`বাংলাদেশে আর হাঙ্কি পাংকির রাজনীতি চলবে না’

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
‘বাংলাদেশে আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। বাংলাদেশে আর হাঙ্কি পাংকির রাজনীতি চলবে না। জুলাই-আগস্টের শহীদসহ এদেশের মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করলে এর পরিণতি হবে হাসিনার মতোই ভয়াবহ।
শনিবার (১ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ৭০, পাবনা -৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) জামায়াত কর্তৃক আয়োজিত সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি আরও বলেন, হাসিনা সরকার বিগত সময়ে ২৪ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই দেশ কারো বাপ-দাদার পৈতৃক সম্পত্তি নয়। ইতোপূর্বে যারা বাপ-দাদার পৈতৃক সম্পত্তি মনে করেছিলেন। এই দেশকে যদি কারোর বাপ দাদার পৈত্রিক সম্পত্তি মনে করেন তাহলে তারা ভুল করবেন। এই দেশ ১৮ কোটি মানুষের ।
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আরও বলেন,কোনো কোনো আওয়ামীলীগ পলাতক হাসিনার কথা শুনে উকি ঝুকি মরছেন। পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, গুন্ডালীগ,হেলমেট বাহিনী সকল ছিল হাসিনার কিন্তু কেউ তার পতন ঠেকাতে পারে নি। হাসিনা সহ ৩শ এমপিই এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর এখনতো হাসিনার কেউ নেই। পালিয়ে যাওয়া স্বৈরাচারা পুনরায় ফিরে এসেছে পৃথিবীর ইতিহাসে এমন নজীরর আর নেই। এখনো কেউ কেউ মনে করেন যে টুকুস করে বাংলাদেশে হাসিনা ঢুকে পড়বেন। এই দুঃস্বপ্ন ভুলে যান। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকারীদের ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে। ফ্রেশ ভোটার তালিকা তৈরি করতে হবে। হাসিনার আমলে করা দুই কোটি ভূয়া ভোটারকে বাদ দিতে হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শুধু পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই হাসিনা পরিবার ৫৯ হাজার কোটি টাকা বিদেশে চুরি করেছেন। একমাত্র জামায়েত ইসলামী পারে নৈরাজ্য-সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত শান্তির বাংলাদেশ গড়তে। অন্য কারো দ্বারা সম্ভব নয়। জামায়াত ইসলামী বলতে পারে তার দলের কেউ চাঁদাবাজি করে না। জামায়াত ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় গেলে মহিলাদের মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। তাদের দিকে কেউ কুনজরে তাকালে তার চোখ উপড়ে ফেলবে বাংলাদেশ জামায়াত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওঃ অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা জামাতের সহকারি সেক্রেটারি জেনারেল (তরবিয়ত) ও পাবনা ৩ আসনের জামায়াতের ইসলামী মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মাওলানা আলী আজগর, পাবনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের সেক্রেটার মাওলানা আব্দুল গাফফার, জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক এসএম সোহেল, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইসরাইল হোসেন শান্ত, চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা হাবিবুর রহমান।
এর আগে সকাল হতেই ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরের কর্মীসভায় যোগদান। এ সময় সকলেই ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ ও ‘নারায়ে তাকব্বির, আল্লাহ আকবার’ স্লোগান দিতে থাকে।