চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় আব্দুল আলীম নামে এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাটমোহর পৌরসদরের কাজীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, থানা থেকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ এমন স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের সাবেক এ নেতা। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশ আবার স্বাধীন করবো ইনশা আল্লাহ। কতবার জেলে নিবে? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসব। আমরা ভয় করি না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’
চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, গুনাইগাছা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আব্দুল আলীমকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod