খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ভাঙ্গুড়ায় একযুগ পর পৌর বিএনপি-র কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ এক যুগ পর আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে । আসন্ন কাউন্সিলকে সামনে রেখে উপজেলার পৌরসভার অলিগলিতে বিএনপি-র সভাপতি সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থিতা ঘোষণা করে পোস্টার দিয়েছেন একাধিক আগ্রহী প্রার্থী। শুক্রবার (২৪জানুয়ারি) বিকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। মো. রফিকুল ইসলাম আহবায়ক ও মো. ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়েছিল। এর পরে আসন্ন ২৪ শে জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে পৌর বিএনপি-র গুরুত্বপূর্ণ পদসমুহ সভাপতি পদে দুইজন , সাধারণ সম্পাদক পদে দুইজন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪জন সহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করবেন।
সূত্র আরও জানান, ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলরা সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। প্রতিটি ওর্য়াড কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। তবে ৩ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংখ্যা ৩১ জন এবং ৯ নং ওয়ার্ডে ৭৯ জন। মোট (ভোটার) কাউন্সিলারের সংখ্যা ৫৬৭ জন। সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পৌর বিএনপির সদস্য সচিব মো. ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহিনুর রহমান শাহিন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম নূর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম ও ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মধু সরকার।
২৪ তারিখে ভাঙ্গুড়া পৌর কাউন্সিল সম্পর্কে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পৌর বিএনপির এই কাউন্সিলে নির্বাচিত সভাপতি সম্পাদকসহ কমিটির অন্যন্যরা আগামীর দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে দলকে আরো এগিয়ে যাবেন।