অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার একটি মেহগনি গাছ থেকে উদ্ধার করা সেই ঝুলন্ত মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহটি আবু সালেহ (৪৫) নামের এক ব্যক্তির। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। পাশাপাশি তার আঙুলের ছাপ নিয়েও এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তিনি বলেন, আবু সালেহ’র স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার স্বজনেরা জানিয়েছেন, আবু সালেহ ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন।
ডিএমপির এ ডিসি বলেন, ওই ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, ঢাবির জিমনেশিয়াম এলাকার একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod