পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পেটানো হলো ৭ শিক্ষার্থীকে

অনলাইন ডেস্কঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে পিটুনিতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)। তাদের উদ্ধার করে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আহত ইমরান সরকার বলেন, ‘গতকাল ডেমরায় প্রিথু নামের সহযোদ্ধাকে সমন্বয়কদের সামনে মারধর করে। আজকে বিকেলে আমাদের বাংলামোটর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মীমাংসার জন্য ডাকা হয়েছিল। সেখানে যাওয়ামাত্রই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নাঈমের নেতৃত্বে ৮-১০ জন মিলে মারধর করে।’
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত সাত শিক্ষার্থীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে।