খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুষছেন সাকাফি

নিকাব বিতর্কে সহকারী প্রযোজক আতোয়ার শিকদারকে চাকরিচ্যুত করায় চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি।
আজ রবিবার চ্যানেল আইয়ের ওই কর্মীর অব্যাহতিপত্র ফেসবুকে শেয়ার করে একটি স্ট্যাটাস দেন সাকাফি। সেখানে তিনি উল্লেখ করেন, ‘আতোয়ার শিকদার ভাইয়ের চাকরি চলে গেছে। কিন্তু এখানে আদৌও তার কোন দোষ ছিলো? আমি কি আতোয়ার ভাইকে নিয়ে কথা বলেছি নাকি সিস্টেমটা নিয়ে কথা বলেছি?’
ফেসবুকে তিনি আরও লেখেন, ‘আমি আতোয়ার শিকদার ভাইয়ের সাথে আছি। উর্ধতন কারো কমান্ড পালনের জন্য তিনি চাকরি হারাতে পারেন না।’
আগে আজ বিকেলে চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার (প্রোগ্রাম) আকা রেজা গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী প্রযোজক (অনিয়মিত) আতোয়ার শিকদারকে অব্যাহতি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩৬ জুলাই’ অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য ‘চ্যানেল আই’ এর ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আই এর নীতি ও চর্চার পরিপন্থী। আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনাকে ‘চ্যানেল আই’ এর সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো।
আজ অপরাহ্নের মধ্যে অনুষ্ঠান সংক্রান্ত সকল কাগজপত্র ও ডকুমেন্ট প্রোগামের জেনারেল ম্যানেজারের কাছে হস্তান্তর করার জন্য আপনাকে নির্দেশনা প্রদান করা হলো।
আতোয়ার শিকদার ভাইয়ের চাকরি চলে গেছে। কিন্তু এখানে আদৌও তার কোন দোষ ছিলো? আমি কি আতোয়ার ভাইকে নিয়ে কথা বলেছি নাকি সিস্টেমটা নিয়ে কথা বলেছি?
আমি আতোয়ার শিকদার ভাইয়ের সাথে আছি। উর্ধতন কারো কমান্ড পালনের জন্য তিনি চাকরি হারাতে পারেন না।
