পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ

ডেস্ক
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয়ের আকাঙ্খা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে দাপট দেখিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশের মেয়েরা। নেপালকে মাত্র ৫২ রানে অলআউট করে ৪০ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশের বাঘিনীরা।
আজ শনিবার মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের তোপে সবকয়টি উইকেট হারিয়ে ৫২ রানের বেশি করতে পারেনি নেপাল অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা।
প্রথম ৩০ রান তুলতে ৫ উইকেট হারানো নেপাল ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারায়। দলটির হয়ে ৩২ বলে সর্বোচ্চ ১৯ আসে সানা পারভিনের ব্যাটে। তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া। ১টি করে শিকার করেন নিশিতা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত আনিসা।
ছোট লক্ষ্যের জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশও। ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাঘিনীরা। তবে সাদিয়া ইসলামের ১৬ ও অধিনায়ক সুমাইয়া আক্তারের ১২ রানে সহজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
প্রসঙ্গত, ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।