খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
আমরা দিনের পর দিন নির্যাতন-নিষ্পেষনের শিকার হয়েছি- ভাঙ্গুড়ায় মাসুদ খন্দকার

বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির দুর্দিনের সাথীরাই যেন সকল কমিটিতে স্থান পায়,সেদিকে খেয়াল রেখে স্থানীয় নেতা নির্বাচনের জন্য তৃণমুলের কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রদল নেতা অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার । তিনি বলেন,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার সুযোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে বিএনপি পুনর্গঠনের কাজ চলছে। তাই এখন দলের ত্যাগী কর্মীদের মূল্যায়নের সময় এসেছে। জন্ম যাদের বিএনপিতে ,তারাই বিএনপির প্রকৃত সৈনিক। তারা কখনো আওয়ামীলীগের সাথে আপোষ করেনি বলেই জেল জুলুমের শিকার হয়েছেন। আর যেসব নেতা আপোষ করে চলেছেন,তারা নিজেদের সুবিধা নিতে ব্যস্ত থেকেছেন। খোঁজ নিয়ে দেখেন, তাদের অনেকের বিরুদ্ধে একটাও মামলা নেই। অথচ আমরা দিনের পর দিন নির্যাতন-নিষ্পেষনের শিকার হয়েছি।
গতকাল শুক্রবার(১৭ জানুয়ারি)বিকেলে উপজেলার ভেড়ামারা উদয়ন একাডেমী মাঠে পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কর্মীসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ খন্দকার এসব কথা বলেন।
পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুন,ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এই কর্মীসভার সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ব্যপক সমাগম ঘটে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী সহ হাজারো সর্মথক উপস্থিত ছিলেন।
