Breaking News :

পাবনায় রবি মওসুমে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদতা
চলতি রবি মওসুমে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
 বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে সেচ কার্যক্রম উদ্বোধন করেন পাবনা পানি উন্নয়ন সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মওসুমে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের কমান্ড এরিয়ায় তিন হাজার ১৭৫ হেক্টর জমিতে সেচ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৮০ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে প্রতিবিঘা জমিতে সেচ সুবিধা পাবেন কৃষকেরা।
সেচ কার্যক্রম উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন পাবনা যান্ত্রিক পাম্প হাউজ বিভাগের নির্বাহী প্রকৌশলী  নওফেল উদ্দিন আহম্মেদ, বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল ইসলাম, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী, শাখা কর্মকর্তা, কৃষক প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিগন।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com