Breaking News :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ

গত শনিবার (১১ জানুয়ারী) দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনে ‘তদন্তে গিয়ে বিএনপি নেতার মারধরের শিকার পুলিশ কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন- ভাঙ্গুড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুর,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামি ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন ডাবলু সরকার। সংবাদটিতে বিএনপি ও ছাত্রদল নেতাদের জড়িযে যে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তারা।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নুর,ছাত্রদল নেতা বায়েজিদ ও ডাবলু সরকার স্বাক্ষরিত পৃথক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে শাহজাদপুরের ছাত্রলীগ ক্যাডার আসিফ দলবল নিয়ে ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেনকে জোর করে তুলে নিয়ে যেতে লাগে। এসময় বাঁধা দিলে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ এসে দুই পক্ষকে শান্ত করে থানায় নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে মীমাংসাও করে দেওয়া হয়। কিন্তু দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com