বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(১২জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামে হাসিনুর রহমান ও আব্দুল হাই নামে দুই মাটি ব্যবসায়ী তিন ফসলি জমি থেকে মাটি ক্রয় করে তা কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি হওয়ার শঙ্কায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসিনুর রহমানকে ৫০ হাজার এবং আব্দুল হাইকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
হাসিনুর উপজেলার ঝবঝবিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাই দহপাড়া গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত মাটি কাটা ও অন্যত্র বিক্রয় করার কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ মোতাবেক হাসিনুর রহমান ও জহিরকে পৃথকভাবে যথাক্রমে ৫০,০০০/- ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod