ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা: পাবনার ভাঙ্গুড়ায় নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আব্দুল হামিদের (৭৫) মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নৌবাড়িয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী ছিলেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টায় ঘরে আগুন লাগে। পরে গ্রামবাসী অনেক চেষ্টা করে আগুন নিভায়। তবে তার আগেই সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। ঘুমিয়ে থাকা আব্দুল হামিদ দগ্ধ হয়ে ঘরেই মারা যান।
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মোত্তালিব বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod