পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আলোকিত প্রতিদিন’র প্রতিনিধি নুরুজ্জামান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি বদরুল আলম বিদ্যুত, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, খান মরিচ ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন ও সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামের ইমরান হোসেন ও গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কম্বল পেয়ে আনোয়ার হোসেন বলেন, শীতের কারণে খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা গরিব মানুষ। কম্বল কিনতে পারি না। কেউ আসে না শীতের কাপড় দিতে। আজকে প্রেসক্লাবের সাংবাদিকদের থেকে একটা কম্বল পাইছি। কম্বলটা গায়ে দিয়ে এখন এখন একটু আরামে থাকতে পারব।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক বলেন, প্রেসক্লাবের সদস্যদের অর্থায়নে এলাকার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল গুলি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক জীবন কথা প্রতিনিধি হাফিজুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি সফিক ইসলাম, কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক দৈনিক সবুজ বাংলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক আমাদের বড়াল প্রতিনিধি হাসিনুর রহমান ও দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এস এম নাহিদ হাসান।