অনলাইন ডেস্কঃ
মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ। অপেক্ষার পালা শেষে, আবারো ফ্যানদের পছন্দের এক্স সিরিজের হ্যান্ডসেট নিয়ে আসছে ব্র্যান্ডটি। গুঞ্জন শোনা যাচ্ছে, এবারে অনারের স্মার্টফোনগুলোতে ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের সাথে টেক্কা দিতে পারে এমন ব্যাটারি লাইফ ও স্টোরেজ সুবিধা থাকছে!
সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্যাম্পেইনে দেখা গেছে, অনার বাংলাদেশের কর্মীরা প্ল্যাকার্ড ধরে রেখছেন, যেখানে লেখা: ‘চার বছর নিশ্চিন্তে।’ সবাই কৌতুহলোদ্দীপক এ ক্যাম্পেইন নিয়ে জল্পনা-কল্পনাও শুরু করে দিয়েছেন। এর মানে কী? অনার যে ডিভাইস নিয়ে আসছে তা-কী এতোটাই নির্ভরযোগ্য, এতটাই টেকসই?
গত অক্টোবরে উন্মোচনের পরপরই এক্স৫বি প্লাস ও এক্স৫বি, অনারের এই ডিভাইস দুটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। স্মার্টফোনগুলোতে সুপার ডিউরেবল ব্যাটারি ব্যাবহার করা হয়েছে, যার ফলে এক হাজারবার চার্জ করার পরও এটি ৮৫ শতাংশ ব্যাটারি লাইফ বজায় রাখবে। একইসাথে, এই ডিভাইসগুলোতে রয়েছে অনবদ্য ডিসপ্লে, নিখুঁত ও ঝকঝকে ছবি, সুবিশাল ডিস্ক স্পেস এবং বিস্তৃত পরিসরে এআই-নির্ভর সেবা।
ভেবে দেখুন, অনবদ্য ক্যামেরায় আপনি স্বাচ্ছন্দ্যেই জীবনের স্মৃতিময় মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে ফেলছেন; আবার ফোন কেনার জন্য পকেটেও পড়ছে না অতিরিক্ত চাপ। আপনি যদি এ বছর স্মার্টফোনে সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় পারফরমেন্স পেতে চান, তাহলে অনারের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন। অনন্য এই সুযোগ যেন হাতছাড়া না হয়ে যায়!
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod