বিশেষ প্রতিনিধিঃ
পাবনা ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) বিকেল ৪টায় মন্ডতোষ ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথ হিসেবে উপিস্থত থেকে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ নুর মোজাহিদ স্বপন।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ জাফর ইকবাল হিরোক, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আবুল আজীজ ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুল ইসলাম বরাত। ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নায়েব আলী সঞ্চালনায় করেন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আবু হেনা মোস্তফা কামাল রেজা ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলতাব হোসেন খান উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোঃ ফরিদুল ইসলাম ফরিদ ও যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ শাহিনুর রহমান শাহীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব মোঃ আখিরুজ্জামান মাসুম ও সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ এস এম হুমায়ূন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ূন আহমেদ মুন ও সদস্য সচিব মোঃ লিখন সরকারসহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod