প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ৫:৩৪ পি.এম
বেড়া প্রেসক্লাবের আহবায়ক কিমিটি গঠণ আযম আহবায়ক সাজেদুল সদস্য সচিব

শফিউল আযম বেড়া সংবাদদাতা :পাবনার বেড়া প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বেড়া প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভায় শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলোর বেড়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক বরুন রায়।
সভায় দৈনিক নয়া দিগন্তর বেড়া সংবাদদাতা সিনিয়র সাংবাদিক মোঃ শফিউল আযম আহবাযক, দৈনিক এ যুগের দীপ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ওমর সরকার যুগ্ন আহবাযক ও দৈনিক মোঃ সাজেদুল ইসলামকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলো পত্রিকার বেড়া প্রতিনিদি বরুন রায, দৈনিক মানবজমিন প্রতনিধি মোঃ সাইদুর রহমান বকুল, দৈনিক করতোয়া ও মানবকন্ঠ প্রতিনিধি মোঃ আবুল কালাম আযম, দৈনিক ইত্তেফাক প্রতনিধি রতন কুমার আচার্য, দৈনিক ইনকিলাব প্রতনিধি মানিক হোসন দৈনিক কালবেলা প্রতিনিধি সরকার আরিফ ইফতেখার নয়ন, দৈনিক নওরোজ প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ও দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি ওমর ফারুক।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod