Breaking News :

ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” । দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার।

এতে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজি,উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল,উপকারভোগী রফিকুল ইসলাম, ওয়ারেস আলী ।

এসময় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com