Breaking News :

বেড়ায় মাদকদ্রব্য সেবন ও রাখার ৪ জনকে কারাদন্ড

শফিউল আযম, বেড়া ( পাবনা)  থেকেঃ
পাবনার বেড়ায় মাদকদ্রব্য রাখা ও সেবনের অপরাধে চার ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক’শ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে বেড়া উপজেলা নির্বাহী অফিসার পৌর এলাকার সান্যালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম মাদকসহ মাদক সেবনরত অবস্থায় সান্যালপাড়ার মোঃ নাহিদ হাসান (২৮), একই গ্রামের মোঃ শামীম সরদার (৫০), মোঃ রুবেল (২৮) ও হাতিগাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৫০)কে আটক করা হয়।
আটকের পর উপজেলা  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (১) এর ২১ ধারা মোতাবেক প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডােদশ দেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com