আন্তর্জাতিক ডেস্ক
১৮১ জন আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমানটি বিধ্বস্ত হয়।
জিজু এয়ার প্লেনের ওই ফ্লাইটে ১৭৫ যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিল।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বিমানের পেছন দিক থেকে আহত লোকজনকে উদ্ধার করেছে জরুরি বিভাগের কর্মীরা।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, প্লেনটিতে থাকা ১৭৩ আরোহী দক্ষিণ কোরিয়ার এবং দুজন থাইল্যান্ডের নাগরিক।
স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা বেশ কিছু ছবিতে দুর্ঘটনাকবলিত বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
সংবাদসংস্থা ইয়োনহাপ রিপোর্ট করেছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিম বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। এ সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে আসলেই কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod