Breaking News :

বেড়া সাড়ে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তা চেক প্রদান

শফিউল আযম,বিশেষ প্রতিনিধি বেড়া (পাবনা)পাবনার বেড়া উপজেলায় ১৯ জন রোগীকে সাড়ে ৯ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। বেড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বেড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোগীদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ১৭ জন ক্যান্সার ও ২ জন কিডনি রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে এককালীন আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেয়া হয়। সামাজিক নিরাপত্তাবেষ্টিনীর আওতায়া সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন এ আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতেমা তুজ জান্নাত, উপজেলা প্রকৌশলী মোঃ শাহিদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন, পিআইও মোঃ তহিদ উজ জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কদ্দুস প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বেড়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোত্তালেব সরকার।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com