প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ১২:০৮ পি.এম
বেড়ায় বালু উত্তোলনের অপরাধে একজনকে এক লাখ টাকা জরিমানা

শফিউল আযম,বিশেষ প্রতিনিধি বেড়া (পাবনা)পাবনার বেড়ার মোহনগঞ্জে গতকাল মঙ্গলবার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোঃ জহুরুল ইসলামকে (৩০) ভ্রাম্যমান আদালত এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছে। পরে বিকেল ৫ টায় জরিমানার টাকা পরিেশোধ করায তাকে মুক্তি দেয়া হয়।
মোঃ জহুরুল ইসলাম বেড়া উপজেলার বাড়াদিয়া গ্রামের চাঁদ আলী শেখের ছেলে।
জানা যায়, জহুরুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোহনগঞ্জে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম নগরবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিনকে সাথে নিয়ে যমুনা নদীতে অভিযান চালিয়ে জহুরুলকে আটক করেন।
পরে বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod