প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:০৪ পি.এম
বেড়ায় চার মাস পর আন্দলোনে নিহত খোকনের লাশ উত্তোলন।

শফিউল আযম,বিশেষ প্রতিনিধি বেড়া (পাবনা)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার চার মাস পর খোকন সরদার(১৬) লাশ মঙ্গলবার দুপুরে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোরশেদুল ইসলামের উপস্থিতিতে বেড়া মডেল থানা পুলিশ কবর থেকে তার লাশ উত্তোলন করেন।
নিহত খোকন সরদার উপজেলা নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাই পাড়া গ্রামের আজিজুল সরদারের ছেলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান জানান, নিহত খোকন সরদার আশুলিয়ার মানিক নগরে তার পিতা মাতার সাথে বসবাস করতো ও মানিকনগর মাদ্রাসার হেফজো বিভাগের ছাত্র ছিল।
গত ৫ আগস্টে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া থানার বাইপাইলে মিছিলে অংশগ্রহণ করে এবং নিহত হয়। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod