Breaking News :

ভাঙ্গুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল

পাবনার ভাঙ্গুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) সকালে অষ্টমনিষা সমাজকল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল লতিফ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও জেলা জামাতের তরবিয়ত সেক্রেটারি অধ্যাপক আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।

সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কন্ঠ শিল্পী ওবায়দুল্লাহ তারেক।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুস সাদিক।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com