পাবনার চাটমোহরে জালসায় গিয়ে নিখোঁজের ১৭ ঘন্টা পর কল্পনা (৯) নামের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছা গ্রামের পৈলানপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুকন্যা উপজেলার চর মথুরাপুর গ্রামের মৎস্যজীবী আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় র্শ্রেনীর ছাত্রী ছিল।
পুলিশ ও স্বজনরা জানায়, মা ইটভাটা শ্রমিক বাড়িতে না থাকায় কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়া গ্রামে ইসলামী জালছায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এক পর্যায়ের জালসার মাইকে হারানোর বিষয়টি প্রচার করা হয় বেশ কয়েকবার। কিন্তু তাতেও খুঁজে পাওয়া যায় না কল্পনাকে। নিখোঁজার প্রায় ১৭ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়। ইতিপূর্বেও এই এলাকায় এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে। আবার এলাকাটি নির্জন হওয়ায় অপরাধীরা নির্বিঘ্নে এই এলাকায় নানা রকম অপরাধ চালিয়ে যাচ্ছে।
শনিবার সকালে পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও গ্রাম পুলিশ থানায় খবর দেয়। পরে দুপুর একটার পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod