Breaking News :

রাজধানীতে বাসা থেকে মালামালের সঙ্গে নিয়ে গেল শিশুকেও

রাজধানীর আজিমপুরের এক বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়েও যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে ওই বাসায় সাবলেট থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এক বাসায় ভাড়া থাকেন ফারজানা। তার স্বামী বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন।

শিশুটির ছবি ফেসবুকে একটি পোস্ট করে তার মায়ের এক সহকর্মী লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন নারী ও দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।’

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু সংবাদমাধ্যমকে বলেন, ফারজানার বাসায় সাবলেট থাকেন এক নারী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর সঙ্গে আরও তিনজন বাসায় আসেন। পরে তারা ফারজানার সঙ্গে বিবাদে জড়ান। একপর্যায়ে তারা ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে চলে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com